চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ | ১১:২৫ পূর্বাহ্ণ

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে। এই পর্ব শেষ হবে ১৯ জানুয়ারি। এ পর্বের কার্যক্রম চালানোর জন্য দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ময়দানের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকছে দ্বিতীয় পর্বেও। এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ময়দানে নতুন করে ৫০০ ট্রাক বালি ফেলে উঁচু করা হয়েছে। ময়দানে ৮০০ ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ইজতেমা সংশ্লিষ্ট অন্যান্য কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সিটি করপোরেশন ময়দান প্রস্তুত ও আনুষঙ্গিক কাজের তদারকি করেছে।

দ্বিতীয় পর্বের ইজতেমার সমন্বয়ক হাজী মুনির হোসেন জানান, ‘এ পর্বের ইজতেমায় রেকর্ডসংখ্যক দেশি-বিদেশি মুসল্লি অংশ নেবেন বলে তারা আশা করছে। ’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট