১৮ মে, ২০১৯ | ৫:০১ অপরাহ্ণ
নীলফামারি জেলা থেকে কেজি প্রতি ২৬ টাকা দরে ২৬১২ মেট্রিক টন ধান কিনবে সরকার। সরকারিভাবে ধান, গম, সেদ্ধচাল ও আতপ চাল সংগ্রহ অভিযানের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।তৃর্ণমূল পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ২৬ টাকা দরে ধান, কেজি প্রতি ২৮ টাকা দরে গম নেওয়া হবে। আর মিলারদের কাছ থেকে ৩৬ টাকা দরে সেদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল কেনা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
কাজী সাইফুদ্দিন আরও বলেন আগামী সপ্তাহের মধ্যেই নীলফামারিতে ধান, চাল ও গম কেনা কার্যক্রম শুরু হবে। জেলা সদরসহ ছয় উপজেলায় দুই হাজার ৬১২ মেট্রিক টন ধান, ১৭ হাজার ৯৫৯ মেট্রিকটন সেদ্ধচাল ও ছয় হাজার ১৬ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
তিনি বলেন, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত কৃষকদের তালিকা দেয়ার পর তাদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম কেনা হবে। এছাড়াও ৩৬ টাকা কেজি দরে সেদ্ধ চাল ও আতপ প্রতি কেজি ৩৫ টাকা দরে স্থানীয় মিলারদের কাছ থেকে কেনা হবে।
The Post Viewed By: 289 People