চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক

৪ জানুয়ারি, ২০২০ | ১২:১৬ অপরাহ্ণ

ইরানি জেনারেল কাসেম হত্যার পরপরই উত্তপ্ত হয়ে উঠেছে ইরাকের পরিস্থিতি। এর ফলে ইরাকে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকে বসবাসরত সব বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া যেখানে-সেখানে যাতায়াত, সভা-সমাবেশ ও গোলযোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

তবে প্রবাসীদের কনস্যুালার সেবা দিতে দূতাবাসের সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

উল্লেখ্য, ইরাকের রাজধানী বাগদাদের বিমান বন্দরে মার্কিন হামলায় ইরান রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়েছেন। এ নিয়ে ইরাকে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের বাগদাদে মার্কিন বিমান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ৬ জন নিহত হয়েছেন।

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট