চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

পূর্বকোণ ডেস্ক

১৬ মে, ২০১৯ | ১০:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ সিরাজ (২৭) নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।  তিনি সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের ফজল আহমদের ছেলে। বন্দুকযুদ্ধে পুলিশ-বিজিবির চার সদস্য আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার টেকনাফ সাবরাং আছার বনিয়া লবণ মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থ থেকে দুটি এলজি উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে  ৫০ হাজার পিস ইয়াবাসহ সিরাজকে আটক করা হয়।

পরে তার দেওয়া স্বীকারোক্তিতে বুধবার রাতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযানে যায়। সাবরাং আচার বনিয়া নাফ নদী সীমান্ত দিয়ে ইয়াবার চালান আসার এমন সংবাদে ওই এলাকায় অভিযানে গেলে  এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের পর এক পর্যায়ে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সিরাজকে উদ্ধার করে টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট