চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জুলাই থেকে ই-পাসপোর্ট

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০১৯ | ১০:৪০ অপরাহ্ণ

আগামী জুলাই থেকে চালু করা হবে ই–পাসপোর্ট। আর এ বছরই পাসপোর্টের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৈঠকশেষে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের এ কথা জানান।

ফারুক খান বলেন, বৈঠকে দূতাবাস সম্পর্কে কিছু অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী কিছু অভিযোগের বিষয় স্বীকার করে বলেছেন, ব্যবস্থা নেয়া হচ্ছে। কমিটি প্রবাসে শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং লোকবল সংকট মোকাবিলায় প্রযুক্তির সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছে। তিনি বলেন, কমিটি বলেছে, বিদেশ মানেই পররাষ্ট্র মন্ত্রণালয়। যেকোনো অভিযোগের বিষয়ে দূতাবাসকে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট