চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কালিহাতীর পর এবার বাসাইলে ধানক্ষেতে আগুন

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০১৯ | ৯:১৪ অপরাহ্ণ

বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ টাকা। অথচ এক মণ ধানের উৎপাদন খরচই এক হাজার টাকার ওপরে। বর্তমানে একজন ধানকাটা শ্রমিকের মজুরিও ৮০০ থেকে ৮৫০ টাকা। এ যেন নিজের রক্ত বেচে দেশের লোকের মুখে ভাত তুলে দেয়া কৃষকদের।
সারা বছরের কষ্টের ফসলে তাই জ্বলছে প্রতিবাদের আগুন। ধানের দাম কম হওয়ায় এবার বাসাইলে পাকা ধানক্ষেতে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন কৃষক। টাঙ্গাইলের কালিহাতীর পর সোমবার (১৩ মে) বিকালে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল গ্রামের কৃষক নজরুল ইসলাম খান নিজের পাকা ধানক্ষেতে আগুন ধরিয়ে এ প্রতিবাদ জানান।
প্রতিবাদী কৃষক নজরুল বলেন, পাকা ধানক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছি, যাতে ধানের দাম বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করেন। শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান আছে, কিন্তু সময়মতো ঘরে তুলতে পারছি না। তাই কোনো উপায় না দেখে দেশের কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমি নিজের পাকা ধানক্ষেতে পেট্রোল দিয়ে আগুন দিয়েছি। পাকা ধানে আগুন দেখে অনেকেই ছুটে আসেন।
কাশিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা রাজিক আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের আবদুল মালেক সিকদার নামের এক কৃষক নিজের পাকা ধানে আগুন দিয়ে অভিনব প্রতিবাদ জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট