চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এনআইডি ঘটনা নিয়ে ইসি তদন্তে স্থায়ী কর্মকর্তা কারোর নাম আসেনি

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৪ পূর্বাহ্ণ

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার ঘটনার অভ্যন্তরীণ তদন্তে স্থায়ী কর্মকর্তা কারোর নাম আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। শনিবার নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশের জবাবে তিনি এ কথা বলেন। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার তদন্ত নিয়ে জানতে চাইলে কবিতা খানম বলেন, “ডাটা এন্ট্রি অফিসার লেভেলের যারা আমাদের

স্থায়ী কর্মচারী না তারা কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, মামলাও হয়েছে, কিছু প্রমাণও পাওয়া গেছে। ডাটা এন্ট্রি অপারেটররা যেহেতু এসব কাজ করে এবং আমরা তাদের চিহ্নিত করতে পেরেছি।

“সবাই যে সম্পৃক্ত তা বলব না। তবে সব জায়গায় কিছু কিছু কর্মচারী থাকে যারা এসবের সাথে যুক্ত। এটা অলরেডি আইডেনডিফাইড। অনেক বড় টিম না হলে তাদের পক্ষে একা একা করা সম্ভব না। তার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা কঠিন হবে না।’’ ইতিমধ্যে অনেক রোহিঙ্গা পাসপোর্ট নিয়েছে উল্লেখ করে কবিতা খানম বলেন, “আমরা একচুয়ালি খুঁজছি কোন জায়গা থেকে ঘটনাগুলো ঘটছে।”

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট