চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শিক্ষায় কোনো দুর্নীতি সহ্য করা হবে না : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০১৯ | ৫:০৫ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, যেসব স্কুল  ভর্তি–বাণিজ্য করবে, তাঁদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি জানান, শুধু ভর্তি–বাণিজ্য নয়, শিক্ষায় কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতিপরায়ণ কাউকেই ছাড় দেয়া হবে না। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি–বাণিজ্য নিয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান এসব কথা জানান।

ইকবাল মাহমুদ জানান, শিশুদের শিক্ষাজীবন দুর্নীতি দিয়ে শুরু হতে পারে না। আমাদের নিষ্পাপ শিশুদের ভর্তি–বাণিজ্যের মতো অনৈতিক পাপ স্পর্শ করুক, তা আমরা চাই না। নিয়মনীতির মধ্যে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে কমিশনের “শূন্য সহিষ্ণুতার” নীতি অব্যাহত রাখা হবে।

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, কোচিং, নোট-গাইড বাণিজ্য বন্ধে কমিশন আরও সক্রিয় হবে। এসবের মাধ্যমে যিনি বা যাঁরা অবৈধ সম্পদের মালিক হচ্ছেন, তা খতিয়ে দেখবে কমিশন। কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।

রূপপুর বালিশ–কাণ্ডে ১৩ আসামিকে গ্রেপ্তার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান জানান, কমিশন রূপপুর বালিশ–কাণ্ডে ৩১ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে। মামলাগুলো এখন পূর্ণাঙ্গ তদন্ত হবে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের ‘তদন্তে আগত আসামি’ হিসেবে চার্জশিটভুক্ত করা হবে।

প্রকল্পের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, অতি দ্রুত অনুসন্ধান করে এসব মামলা দায়ের করা হচ্ছে। প্রকল্পের অনিয়ম-দুর্নীতি দমনে কমিশন কঠোর অবস্থান নিয়েছে। মেগা প্রকল্পে কমিশনের নজরদারি আছে বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

 

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট