চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বিএনপির সমাবেশে বক্তারা

কোন অজুহাত না দেখিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিন

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৩ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার দলটি এ সমাবেশ করে। নগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, কোন অজুহাত না দেখিয়ে অতি সত্বর খালেদা জিয়াকে মুক্তি দিন।
মহানগর বিএনপি : মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায়।

সেজন্য তাকে বিনা কারণে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। তিনি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র, মানুষের অধিকার ছিনিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে।

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আবদুস সাত্তার, হাজী মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, শফিকুর রহমান স্বপন, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবু ফয়েজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, কাউন্সিলর আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, সামশুল আলম, শাহ আলম, জহির আহমদ, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, আব্বাস রশিদ, হামিদ হোসেন, হেলাল চৌধুরী, হাজী নুরুর আকতার, ডা. এস এম সরওয়ার আলম, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডেপটি, আবদুস সাত্তার সেলিম, হাজী হানিফ সওদাগর, ডা. নুরুল আবচার, এ কে এম পেয়ারু, আবদুল হালিম স্বপন, মো. সেলিম, রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, খোরশেদ আলম কুতুবী, মো. শাহজাহান, রেহান উদ্দিন প্রধান প্রমুখ।

উত্তর জেলা বিএনপি : উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে সাবেক সহ সভাপতি এম.এ হালিমের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহেরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, চাকসু ভিপি নাজিম উদ্দীন, আলহাজ ছালাউদ্দীন, ইছহাক কাদের চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, মো. জসিম উদ্দীন সিকদার, সেকান্দর চৌধুরী, সেলিম চেয়ারম্যান, মো. কামাল পাশা, সালাহ্ উদ্দীন চেয়ারম্যান, অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, কাজী সালাউদ্দীন, সরোয়ার উদ্দীন সেলিম, জাকের হোসেন, মো. মোরছালিন, শফিউল আলম চৌধুরী, কবির চেয়ারম্যান, এস এম ফারুক, জয়নাল উদ্দীন দুলাল, বদিউল আলম বদরুল, ফারুক মাস্টার, রহমত উল্লাহ, নিজাম উদ্দীন কমিশনার, এডভোকেট রেজা নুর সিদ্দিকী উজ্জ্বল, মোছলেম উদ্দীন, জহিরুল ইসলাম জহির, সৈয়দ মো. মহসিন, সৈয়দ ইকবাল, লিয়াকত আলী, শওকত আকবর সোহাগ, নুরুল হুদা সোহেল, গাজী মোহাম্মদ হানিফ, এস.এম আজিজউল্লাহ, জুলফিকার আলী ভুট্টা, কাউসার কমিশনার, মো. শামীম, তাহের মেম্বার, মামুন মেম্বার, মো. নওশাদ, শাহাদাত বাদশা, অমলেন্দু কনক, মিথুন চৌধুরী, নুরুল আবছার, মিজানুর রহমান, তাজউদ্দীন, দেলোয়ার হোসেন, ফজলুল করিম প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, এডভোকেট ইফতেখার মহসিন, মনজুর উদ্দিন চৌধুরী, এডভোকেট ফোরকান, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তফা আমিন, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট ফৌজুল আমিন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, হাজী রফিক, জিয়াউদ্দিন আশফাক, জসিম উদ্দিন, এস.এম. সলিম উদ্দিন খোকন চৌধুরী, মো. লোকমান, এডভোকেট আবু তাহের, মো. আবুল কালাম আবু, মো. হাসান চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ এম সাইফুদ্দীন, জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মো. শহীদুল আলম শহীদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট