চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষ,আহত ৭০

অনলাইন ডেস্ক

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩১ অপরাহ্ণ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন। এ সময় দোকানপাট ভাঙচুর ও বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার বেলা ১১টার দিকে সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালিতে হামলার ঘটনা কেন্দ্র করে শহরের ইবি রোডের চাররাস্তার মোড়ে (বিএনপি অফিসের পাশে) এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে বিজয় র‌্যালির আয়োজন করা হয়। প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে র‌্যালিটি কলেজ থেকে বের হয়ে শহরের ইবি রোডের চাররাস্তার মোড়ে পৌঁছায়।

এ সময় বিএনপিকর্মীরা র‌্যালিতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির হামলা প্রতিহত করতে গেলে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫-২০টি দোকানপাট ভাঙচুরসহ বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় উভয় দলের অন্তত ৭০ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট