চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফখরুলের প্রশ্ন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের তা-ব ক্ষমা পেলো কী করে

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:৪১ পূর্বাহ্ণ

২০০৬ সালের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে তৎকালীন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিচারপতির এজলাস ভেঙেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দিন তারা আদালতে লাঠি মিছিল করেছিলেন। আইন প্রতিমন্ত্রীর গাড়ি পুড়িয়ে দিয়েছিলেন। পত্র-পত্রিকায় যাদের ছবি এসেছিল, পরবর্তী সময়ে তারা বিচারপতি নিয়োগ পেয়েছেন, এখনও বিচারপতি আছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর

নয়াপল্টনে দলের যৌথ সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে বিএনপির আইনজীবীদের বিক্ষোভ সম্পর্কে ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগের জবাব দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল শুনানির পর দখলদারী মন্ত্রিসভা সদস্যরা এমন বক্তব্য দিচ্ছেন, যেন শুনানিতে আমাদের আইনজীবীরা মুক্তির জন্য দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছে আইনজীবীরা যেন মহাঅপরাধ করে ফেলেছেন।

ফখরুল প্রশ্ন করেন, তারা কী নিজেরা নিজেদের চেহারা দেখেছেন। একবারও মনে করেছেন, তারা কী করেছিলেন। তার দাবি, বিএনপির আইনজীবীরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে ন্যায় বিচারের কথা বলেছেন।-ফোকাস বাংলা

সুপ্রিম কোর্টে অতীতে আওয়ামী লীগের বিক্ষোভ সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, তিন দিন বিচারপতিরা কোর্টে আসেননি। এজলাস ল-ভ-। আপনাদের ওই সব তা-ব ক্ষমা পেলো কী করে। অতীতের কথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দেওয়া দরকার। ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে যে নাটক করছেন, তা বন্ধ করুন। তার জীবন রক্ষা করার জন্য জামিনে মুক্ত করুন, অন্যথায় এ দেশের মানুষ কখনও ক্ষমা করবে না। তখন আপনারাই ক্ষমার অযোগ্য হবেন। সেই সময় আসার আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট