চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চালের দাম বাড়ায় আমরা খুশি : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০১৯ | ১০:১৪ অপরাহ্ণ

চালের দাম বাড়াতে আমরা খুশি। গত ৮ মাস যাবত চাচ্ছি চালের দাম বাড়ুক। চালের দাম না বাড়লে চাষিরা উৎপাদন খরচ কীভাবে তুলবে? রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ‘কৃষি তত্ত্ব সমিতি’র ১৮তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিদিন আমাদের ট্রাক যায়। ১ ছটাক চাল বিক্রি করতে পারে না। কেউ ৩০ টাকা কেজির চাল নেয় না। মোটা চাল তোলার জন্য ডিলারদের চাপ দেয়া হচ্ছে, কিন্তু তারা তুলছে না। মোটা চাল খারাপ কিছু না। মানুষ মোটা চাল খাবে না কেন! মোটা চালের দাম একটি টাকাও বাড়েনি। তারপরও মিডিয়া বলছে চালের দাম বেড়েছে।

মন্ত্রী বলেন, কৃষকরা চালের দাম পাচ্ছে না বলে গত ৮ মাস মিডিয়ায় লেখালেখি হচ্ছে। চালের দাম নিয়ে যাচ্ছে পাইকাররা। সরকার কিছু করছে না। কৃষককে ন্যায্যমূল্য দেয়ার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু পারছি না। এজন্য চিন্তিত ছিলাম আমরা। নানারকম কর্ম-পদক্ষেপ নিয়েছি। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট