চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় আগুন

অনলাইন ডেস্ক

৭ ডিসেম্বর, ২০১৯ | ১১:১৪ পূর্বাহ্ণ

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে পৌনে ১০টার দিকে পেট্রোবাংলা ভবনের ১৪তলায়  এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান এ ফায়ার কর্মী।

ফায়ার সার্ভিস আরো জানান, পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে আগুন লেগেছে। মোবাইলে আমাদের এ আগুন লাগার খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। কীভাবে এ আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে। শনিবার সরকারি ছুটি থাকায় আগুন লাগা ওই ভবনের ওই ফ্লোর দুটিতে মানুষের উপস্থিতি নেই বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ২৬ মিনিটের দিকে ভবনটির ওপর থেকে ধোঁয়া বের হতে দেখি। এরপর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট