চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বেদের বড়শিতে আটকা ২০ কেজির কাতলা

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০১৯ | ১০:৫০ অপরাহ্ণ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক বেদের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে উপজেলার হাসাইলে পদ্মা নদীতে ওই বিশাল কাতলা মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, এই মৌসুমে নদীতে সাধারণত বড়শি দিয়ে ছোট ছোট মাছ শিকার করেন জেলেরা। কিন্তু ওই ছোট মাছ শিকারের বড়শিতে বড় কাতলা মাছ ধরা পড়ায় উৎসুক জনতা ভিড় জমায়। উৎসুক জনতার আগ্রহে শিকারি জেলে মাছটিকে হাসাইল মৎস্য আড়তে নিয়ে যান। ওই মাছটির দাম হাঁকা হয় ৮০ হাজার টাকা। এ সময় উপজেলার কামারখাড়া গ্রামের কামাল শেখ ১৫ হাজার টাকায় মাছটি কিনতে চাইলে কিন্তু হাসিনা সওদাগর মাছটি বিক্রি করেননি।

বেদে সম্প্রদায়ের হাসিনা সওদাগর জানান, নদীতে সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। নদীর কাতলা মাছের চাহিদা সবার কাছে বেশি। মাছের আকার বড় হলে চাহিদা বহুগুণ বেড়ে যায়। ৮০ হাজার টাকা দাম চাওয়া হয়েছে। ৬০ হাজার টাকা হলে বিক্রি করা হবে।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট