চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকির মামলায় স্থায়ী জামিন পেলেন দুদু

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর, ২০১৯ | ৯:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগে মাদারীপুরে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহম্মেদ এই আদেশ দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর পক্ষে জামিন আবেদনের  শুনানিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র আইনজীবী জামিনুর হোসেন মিঠু, শরীফ মো. সাইফুল কবীর, গোলাম মোস্তফা চিশতি ও হাওলাদার মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের একটি টকশোতে শামসুজ্জামান দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন অনুরূপভাবে শেখ হাসিনাও বিদায় হবেন।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দিয়েছেন অভিযোগ করে গত ২৯ সেপ্টেম্বর মাদারীপুর জেলা আ. লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল আক্তার বাদি হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট