চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বাস্থ্যের মহাপরিচালকসহ ২ জনকে হাইকোর্টে তলব

অনলাইন ডেস্ক

৪ ডিসেম্বর, ২০১৯ | ৫:১২ অপরাহ্ণ

উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জেলা সদর হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দুইজনকে তলব করেছেন হাইকোর্ট।

বুধবার (৪ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন এডভোকেট ড. বশির আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নুর উস সাদিক।

এর আগে ২৮ আগস্ট দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এজন্য কত জনবল ও টাকা প্রয়োজন সে বিষয়ে এই প্রকল্প তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরেররের মহাপরিচালককে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছিল।

হিউম্যান রাইটস ল’ইয়ার্স এন্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির কোষাধ্যক্ষ মো. শাহ আলমের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট