চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খালেদা জিয়ার জামিনের দাবি জানালো জাতীয় ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক হ ঢাকা অফিস

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৯ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়া না হলে তার জন্য যে পরিস্থিতি উদ্ভব হবে, সে বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। খালেদা জিয়া জামিনের দাবি যৌক্তিক এবং তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন বলে মনে করে এই রাজনৈতিক জোট। গতকাল ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলা হয়। হাইকোর্টে খালেদা

জিয়ার মামলা শুনানির একদিন আগে গতকাল এ বৈঠক করলো জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। বৈঠক শেষে সন্ধ্যায় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ প্রধান আলোচ্য বিষয় ছিল বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়া। যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। বিশেষ করে তার সর্বশেষ শারীরিক অবস্থা বিবেচনায় আমরা তার আশু মুক্তি দাবি করছি। আমাদের আজকের এই সভার প্রধান দাবি এটাই।’ মান্না বলেন, ‘আমরা মনে করি এই দাবি (খালেদা জিয়ার জামিন) মানবিক এবং তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন। যদি কোনো কারণে তার প্রতি সুবিচার না করা হয়, জামিন বা মুক্তি দেওয়া না হয়, তাহলে যে পরিস্থতির উদ্ভব হতে পারে, তার জন্য এই সরকার সর্বোতভাবে দায়ী থাকবে। এ বিষয়ে আমরা সরকারকে সতর্ক করছি।’

খালেদা জিয়ার মামলা জামিনযোগ্য কি না ব্রিফিংয়ে একজন সাংবাদিক তা জানতে চান ড. কামাল হোসেনের কাছে। জবাবে ড. কামাল বলেন, ‘এই মামলায় জামিন পাওয়ার সুযোগ অবশ্যই আছে।’ বিষয়টি একটু বিস্তারিতভাবে বলার অনুরোধ করলে তিনি বলেন, ‘এর চেয়ে পরিষ্কার করে আর কীভাবে বলব?’ খালেদা জিয়াকে জামিন না দিলে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে কি না জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘এটা আমাদের আলোচনার বিষয় আজকে ছিল না। আলোচনার বিষয় যা ছিল, তা স্পষ্ট করে বলা হয়েছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট