চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু মারা গেছেন

অনলাইন ডেস্ক

৩ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৮ অপরাহ্ণ

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করা এ ভাষাসৈনিক মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ জানিয়েছেন, বিকাল সাড়ে ৩টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে তার মরদেহ।

প্রসঙ্গত, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় পুলিশের ব্যারিকেড ভাঙা এই মহীয়সী নারীর জন্ম ১৯৩২ সালের ১৭ই ডিসেম্বর। তিনি মৌলভীবাজারের কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

এরপর ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও পরে ইতিহাসে স্নাতকোত্তর পাস করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থাকাকালেই ছাত্র রাজনীতিতে যোগ দেন তিনি।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট