চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

১৪ মে, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতনসহ নয় দফা দাবি

রাজপথে বিক্ষোভ পাটকল শ্রমিকদের

বকেয়া বেতন আদায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে রাষ্ট্রায়ত্ব আমিন জুট মিলসহ বিভিন্ন পাটকল মিলের শ্রমিকরা। গতকাল সোমবার সকাল থেকে নগরীর আমিন জুট মিলের প্রধান ফটকের সামনে এসব দাবিতে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এর আগে গত ১২ মার্চ বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও আন্দোলন করেছে পাটকল শ্রমিকরা।
নয় দফা দাবির প্রথম দুই দফা মেনে নিলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করবে বলে জানান আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফা। দুই দফা দাবিগুলো হচ্ছে- মজুরি কমিশন বাস্তবায়ন এবং শ্রমিকদের ১১ সপ্তাহের বকেয়া বেতন ও স্টাফদের বকেয়া ৪ মাসের বেতন পরিশোধ করা। আমিন জুট মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফা জানান, আমাদের এখানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে। এসব শ্রমিকরা ১১ সপ্তাহ ধরে বেতন পাচ্ছে না (আমরা সপ্তাহিক বেতন পাই)। এছাড়া, আমাদের স্টাফরা ৪ মাস ধরে বেতন পাচ্ছে না। আমাদের এখনও পর্যন্ত কোন মজুরি কমিশন বাস্তবায়ন করা হয়নি। আমরা দীর্ঘদিন ধরেই এসব নিয়ে কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষ এখনো বাস্তবায়ন করছে না। প্রথমে অন্তত আমাদের দুই দফা দাবি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা আন্দোলন স্থগিত করবো। আর যদি দাবি আদায় না হয় তাহলে আন্দোলন চলতে থাকবে। গত দুই দিন আমরা রাজপথে মিছিল ও সমাবেশ করেছি। কিন্তু আজ (সোমবার) বাধ্য হয়ে রাজপথে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।
সীতাকু-ে ৯ দফা দাবি আদায়ে আবারো টানা ৯৬ ঘণ্টা আন্দোলন কর্মসূচি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত্ব ৫টি পাটকলের হাজার হাজার শ্রমিক। গতকাল সোমবার সকাল থেকে তারা কাজ বর্জন করে। এছাড়া দুপুরে নিজ নিজ প্রতিষ্ঠানে দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করে তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রায়াত্ব পাটকলগুলোর মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিকদের বকেয়া পাওনা, পিএফ, গ্র্যাচুইটিসহ ৯ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূিচর অংশ হিসেবে ফের আন্দোলন শুরু করেছে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। এই কর্মসূচির অংশ হিসেবে সীতাকু-ের রাষ্ট্রায়াত্ত্ব ৫টি পাটকলের শ্রমিক-কর্মচারীরাও গতকাল থেকে ফের আন্দোলন শুরু করেছে। শ্রমিক নেতারা জানান, কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে কর্মসূচি পালনে ঐক্যবদ্ধ হন শ্রমিক-কর্মচারীরা। হাফিজ জুট মিলস, গুল আহম্মদ জুট মিলস, আর আর জুট মিল, গালফ্রা হাবীব এবং এম.এম জুট মিলস’র শ্রমিকরা এদিন সকাল থেকে কর্মবিরতি পালন করে। দুপুর থেকে তারা নিজ নিজ কারখানায় বিক্ষোভ করে তাদের দাবি মেনে নেবার দাবি জানান।
গালফ্রা হাবীব কারখানার শ্রমিক মো. জানে আলম বলেন, গত কয়েক বছর ধরে মজুরি কমিশনসহ নানা দাবিতে শ্রমিকরা আন্দোলন করে আসছে। সরকারের পক্ষ থেকে বারবার দাবি মেনে নেবার কথা বলা হলেও কার্যত তা মানা হয়নি। এ কারণে বাধ্য হয়ে আমরা আবার আন্দোলন শুরু করেছি। হাফিজ জুট মিলের শ্রমিক মো. আলাউদ্দিন বলেন, এই আন্দোলন টানা ৯৬ ঘণ্টা চলবে। তাতেও দাবি আদায় না হলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে রাজপথ-রেলপথ অবরোধসহ নানা পদক্ষেপ নেওয়া হবে। তিনি এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানান।
এদিকে গতকাল শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সীতাকু-ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় পাটকলগুলোর সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। সীতাকু- থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, শ্রমিকরা নিজ নিজ কারখানার ভেতরে আন্দোলন করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা বিপুলসংখ্যক ফোর্স নিয়ে প্রস্তুত ছিলাম। তিনি আরো বলেন, দাবি আদায়ে কর্মসূচি পালন করলেও এ আন্দোলন যেন কারো কোন ক্ষতি না করে শ্রমিক নেতাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে যেন কোন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আমরা সেখানে দায়িত্ব পালন করেছি। আন্দোলনে প্রতিদিনই পুলিশ ফোর্স সেখানে কর্তব্য পালন করবে বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট