চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লঞ্চ মেরামতের কাজ চলছে, ২০ রোজা থেকে টিকিট

অনলাইন ডেস্ক

১৩ মে, ২০১৯ | ৪:৪৩ অপরাহ্ণ

আসন্ন ঈদ উল ফিতরে ২০ রমজান (২৬ মে রোববার) থেকেই মিলতে পারে লঞ্চের আগাম টিকিট। এ লক্ষ্যে লঞ্চ মেরামতের কাজ চলছে।
রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরার কালিগঞ্জ ডক এলাকায় ভালোভাবেই চলছে লঞ্চের ইঞ্জিন, হর্ন ও লাইটিং মেরামতের কাজ। সেইসাথে লঞ্চকে নতুন আঙ্গিকে সাজাতে করা হচ্ছে রঙের কাজ।
লঞ্চ মেরামতে কর্মরত শ্রমিক বাবু বলেন, বর্তমানে বিভিন্ন নৌরুটে চলাচলরত লঞ্চগুলোকে ঈদের আগে নতুন করে রং দিয়ে সাজসজ্জার কাজ করা হচ্ছে। এখন কম কাজ হলেও রোজার ১০ দিন থেকে প্রায় প্রতিটি লঞ্চেই চলে রং লাগানোর কাজ। রঙের ক্ষেত্রে প্রথমে হলুদ, পরে লাল রং করা হয়। সবশেষ মালিকের লঞ্চের আগের রঙের সঙ্গে মিল রেখে কাজ করা হয়।
লঞ্চ মেরামত ও রঙের কাজ শেষ হলে আগামী ২০ রোজা থেকেই মিলতে পারে লঞ্চের অগ্রিম টিকিট।
অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সচিব সিদ্দিকুর রহমান জানান, আগামী ১৫ রমজানের পর সংবাদ সম্মেলন করে লঞ্চের আগাম টিকিট বিক্রি বিষয়ে জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, ২০ রমজান থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট