চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফাইল ছবি

ফুটবল ও ক্রিকেটের পাশপাশি এগোচ্ছে টেনিস: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০১৯ | ৪:৩৪ অপরাহ্ণ

কিশোর ও যুব সম্প্রদায়ের সুস্থ মনন গড়তে সরকার ক্রীড়াখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফুটবল-ক্রিকেটের পাশাপাশি এগিয়ে যাচ্ছে দেশের টেনিসও।’

বুধবার (২০ নভেম্বর) গণভবনে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

আজ বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় এ টুর্নামেন্টে অংশ নেয়া ১৮ দেশের ২১টি ক্লাবের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। এ সময় খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

গণভবনের এ আয়োজনে যোগ দিয়েছিলেন টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলোর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরাও।

প্রধানমন্ত্রী জানান, ক্রীড়ার উন্নয়নে খেলোয়াড়দের প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট