চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এনআইডি জালিয়াতি চার দিনের রিমান্ড ইসির কর্মচারী নাজিম উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০১৯ | ২:৪৩ পূর্বাহ্ণ

জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক নাজিম উদ্দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কাউন্টার টেরোরিজম ইউনিটের করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি

শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুনানিতে বলা হয়, নাজিম উদ্দিন নির্বাচন কমিশনের একজন কর্মচারী হয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তা করতেন। জনপ্রতি পাঁচ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের তথ্য সার্ভারে আপলোডের কাজ করতেন নাজিম।

গত সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন ও মোস্তাফা ফারুক নামের দুই জন তাদের দেয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজিম উদ্দিনের সম্পৃক্ততার বিষয়টি উল্লে­খ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট