চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লবণের দাম বাড়ালে জেল-জরিমানার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০১৯ | ১১:১৫ অপরাহ্ণ

ব্যবসায়ীরা লবণের দাম বাড়ালে বাজার মনিটর করে তাদের জেল-জরিমানা করতে ভোক্তা অধিকারের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ নির্দেশনা দেন।

হঠাৎ লবণের দাম বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গুজব ছড়িয়ে লাভ নেই।  আমার কাছে তথ্য রয়েছে লবণের বিষয়ে ব্যবসায়ীরা অবাস্তব সুযোগ নিচ্ছে গুজব ছড়িয়ে।  লবণ চাষিদের সুবিধার্থে সরকার ইমপোর্ট বন্ধ রেখেছে। কাজেই লবণের দাম বাড়ার কোনো সুযোগ নেই।

তিনি জানান, দেশে প্রতি মাসে আমাদের ভোজ্য লবণের চাহিদা ১ লাখ মেট্রিক টনের বিপরীতে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। ওই  হিসাব অনুযায়ী লবণের কোনো সংকট হওয়ার প্রশ্নই ওঠে না।

এ সময় তিনি পাশে উপস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক বাবলু কুমার সাহাকে বাজার মনিটরিং করার নির্দেশনা দেন। তাকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, লবণের বিষয়ে আমার নির্দেশ মোতাবেক আপনারা বাজার মনিটর করেন। যাকে যে সাজা ও জরিমানা  করা দরকার করেন। বাজারের যেন ঠিক থাকে।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট