১৯ নভেম্বর, ২০১৯ | ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
সিলেট নগরীর লালবাজার এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ অভিযান চালিয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে এই অভিযানে লালবাজারের এক আবাসিক হোটেল এ অভিযান চালানো হয়। পরে হোটেলটি সিলগালা করে দেয়া হয়।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব গণমাধ্যমকে জানান, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বন্দরবাজারে পরিদর্শনে গেলে স্থানীয় ব্যবসায়ীরা মেয়রের কাছে হোটেলে অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানান। পরে তাৎক্ষণিক মেয়র পুলিশ সদস্যদের নিয়ে এক আবাসিক হোটেলে অভিযান চালান।
এসময় ৫ নারী ও ৭ জন পুরুষসহ ১২ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হোটেলটি সিলগালা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 482 People