চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এসআই পদে চাকরির প্রলোভন, প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৯ | ১১:৫৫ অপরাহ্ণ

নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে পুলিশের এসআই পদে চাকরি দেয়ার কথা বলে  সাধারণ মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অপরাধে প্রতারক আবুল কালাম আজাদকে (৩৫) গ্রেপ্তার করেছে সিআইডি। আজ সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শারমিন জাহান জানান, আবুল কালাম আজাদ (৩৫) নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে আসছিলেন। ওই পরিচয়ে এক ব্যক্তিকে এসআই পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ ওই মামলার তদন্তসূত্র ধরে প্রতারক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।

তিনি জানান, পুলিশে চাকরি দেয়া নাকি তার জন্য কোনো ব্যাপারই না। জনসাধারণের কাছে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয়ে পুলিশের এসআই পদে চাকরি দেয়ার প্রলোভনে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করলেও  শেষ রক্ষা হয়নি তার।

এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

 

 

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট