চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দেশের বিভিন্ন জায়গায় বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৯ | ৫:২৩ অপরাহ্ণ

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের সাধারণ যাত্রীরা।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও সাতক্ষীরা থেকে বেশির ভাগ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। পূর্বঘোষণা ছাড়া এই ধর্মঘটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আর গতকাল রবিবার থেকে যশোরে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকনেতারা বলছেন, নতুন সড়ক পরিবহন আইন কয়েকটি ধারায় সংশোধনের পর এটি কার্যকর করা হোক। সরকারের বিভিন্ন দপ্তরে বারবার অনুরোধ সত্ত্বেও আইনটি সংশোধন ছাড়াই বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণে তারা বাস চলাচল বন্ধ রেখেছে।

এদিকে বাস বন্ধ না থাকায় যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে নছিমন, করিমন ও ইজিবাইকে করে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকে অফিস পথে মানুষকে সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। স্কুলে যাওয়া শিক্ষার্থীরাও একই সমস্যায় ভুগেছেন।

দেশের অনেক জায়গায় গাড়ি বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট