১৬ নভেম্বর, ২০১৯ | ১:৪১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং’র সহকারী পরিচালক এএসপি মিজানুর বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের এই কর্মকর্তা জানান, ঢাকার উত্তরা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 192 People