১৬ নভেম্বর, ২০১৯ | ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
নিখোঁজের দুদিন পর ফরিদপুর মেডিকেল কলেজের নয়ন চন্দ্র নাথ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন চন্দ্র নাথ ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন নয়ন চন্দ্র নাথ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে ওই শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 255 People