চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

পূর্বকোণ ডেস্ক

১২ মে, ২০১৯ | ৯:০৪ অপরাহ্ণ

রাজশাহীর বাজারে গুটিজাতের আম পাওয়া যাবে আগামী ১৫ মে থেকে। আজ রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগের কর্মকর্তা, ফল গবেষক, আমচাষি ও আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়শেষে গাছ থেকে আম নামানোর জন্য সময় নির্ধারণ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সব ধরনের গুটি আম ১৫ মে, গোপালভোগ ২০ মে, রাণী পছন্দ ২৫ মে, খিরসাপাত ও হিমসাগর ২৮ মে, লক্ষ্মণভোগ ও লখনা ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আশ্বিনা আম ১ জুলাই থেকে পাড়া যাবে।

এসএম আবদুল কাদের আরো বলেন, নির্দিষ্ট সময়ের আগে কেউ আম পাড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে কারো বাগানের আম নির্ধারিত সময়সূচির পূর্বে পেকে গেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিতভাবে জানিয়ে তার অনুমতিসাপেক্ষে পাড়তে পারবেন।

জেলা প্রশাসক আবদুল কাদের বলেন, রাজশাহীর আমে কখনো ফরমালিন মেশানো হয় না। কৃত্রিমভাবেও আম পাকানো হয় না। যখন বাজারে অনেক আগে কিংবা পরে আম পাওয়া যায়, তখন অনেকেই মনে করেন যে আমে কেমিক্যাল দেয়া হয়। ক্রেতাদের এই ভীতি দূর করতেই আম পাড়ার একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেয়া হয়েছে। এতে কেউ মনে করবেন না, এই আম এখন গাছে থাকার কথা নয়। এই সিদ্ধান্ত নেয়ার সময় সবার আগে চাষিদের স্বার্থরক্ষা হচ্ছে কিনা, তা বিবেচনা করে দেখা হয়েছে। তিনি আরও বলেন, বেঁধে দেয়া সময়ানুযায়ী আম নামানো হচ্ছে কিনা, তা মনিটরিং করা হবে। এজন্য প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগে আম পাড়া হলে এই কমিটি ব্যবস্থা নেবে। আর চাষি ও ব্যবসায়ীদের সব সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।

সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল আলীম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হকসহ আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট