১৪ নভেম্বর, ২০১৯ | ৫:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। সফরে আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর দুবাই এয়ার শো’তে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী জানান, সফরে দু’টি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে। সমঝোতা স্মারক দু’টির একটি হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও এমিরেটস ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে। অপরটি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ও এমিরেটস ইকোনমিক জোন অথরিটির মধ্যে।
তিনি জানান, দ্বিতীয় সমঝোতা স্মারকের অধীনে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এছাড়া আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস স্থাপনের জন্য জমি ক্রয় সংক্রান্ত একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে।
পূর্বকোণ/পিআর
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
ফুটবল, ইউরোপা লিগ রাত ১২টা ও রাত ২টা, সেলটিক-সিএফআর ক্লুজ ও রেঞ্জার্স-ইয়ং বয়েজ (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, স্ট্যান্ডার্ড লিগ-আর্সেনাল ও ম্যানইউ-এজেড (সরাসরি, সনি টেন ২) রাত ১২টা ও ২টা, গেটাফে-ক্রাসনোদার ও উলভারহ্যাম্পটন- বেসিকটাস (সরাসরি, সনি ইএসপিএন) রাত ১২টা ও ২টা, এপোয়েল- সেভিয়া ও এস্পানিওল-সিএসকেএ মস্কোভা (সরাসরি, সনি সিক্স) রাত ১২টা ও রাত ২টা, এলএএসকে লিঞ্জ-স্পোর্টিং সিপি ও বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-ইস্তান্বুল বাসেকসেহির (সনি টেন ৩) ফুটবল রাত ৮টা, নর্থ ইস্ট- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।