চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয়

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০১৯ | ২:১৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। নিহতদের স্বজনরা এসে তাদের শনাক্ত করেন। বাকি ছয়জনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতরা হলেন; চাঁদপুরের মুজিবুর রহমান (৫৫), হবিগঞ্জের ইয়াছিন (১২), হবিগঞ্জের সুজন আহমেদ (২৪), মৌলভীবাজারে জাহেদা খাতুন (৩৫), চাঁদুপুরের কুলসুম বেগম (৩০), হবিগঞ্জের আল আমিন (৩০), হবিগঞ্জের ইউসুফ (৩২), হবিগঞ্জের দুই বছর বয়সী শিশু আদিবা, ব্রাহ্মণবাড়িয়ার তিন বছর বয়সী শিশু সোহামনি, চাঁপুরের ফারজানা (১৫), অজ্ঞাতনামা পুরুষ (৪৫), অজ্ঞাতনামা নারী (বয়স জানা যায়নি), অজ্ঞাতনামা পুরুষ (২৩), অজ্ঞাতনাম নারী (৩২), অজ্ঞাতনামা কিশোরী (১২) ও অজ্ঞাতনামা ৪ বছর বয়সী শিশু।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরদেহগুলো সারিবদ্ধভাবে রাখা হয় এবং সেখানে একটি তথ্যকেন্দ্রও খোলা হয়। তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বে থাকা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, নিহতদের স্বজনরা এসে মরদেহগুলো শনাক্ত করেন। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কসবার মন্দবাগ নামক স্থানে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট