চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রবল ঘূণিঝড় ‘বুলবুল’ আঘাতে নিহত ৪

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০১৯ | ১:০৯ অপরাহ্ণ

দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। রবিবার (১০ নভেম্বর) ভোররাতে আঘাত হানার পর এখনও চলছে এর তাণ্ডব। এপর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলে তিন জেলায় নিহত হয়েছেন ৪ জন। নিহতের শঙ্কা আরও বাড়তে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, মোংলা, লাক্ষ্মীপুর, নোয়াখালীতে ঘর-বাড়ি বিধ্বস্ত, গাছাপালা উপড়ে পড়েছে এবং কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে বলে জানা গেছে। এছাড়া ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মণ্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রমিলা সুভাস মণ্ডলের স্ত্রী। দাকোপ উপজেলা পরিষদের বুলবুল কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

অপরদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপা পড়ে নিহত হয়েছেন।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এছাড়া সাতক্ষীরাতেও বুলবুলের তাণ্ডবে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এছাড়া বরিশাল, সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে লন্ডভন্ড হয়ে গেছে। রবিবার (১০ নভেম্বর) ভোর রা‌তে ৭০ কি‌লো‌মিটার বে‌গে ব‌রিশা‌লের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বাইতে শুরু করে। সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় বরিশাল শহরের বেশিরভাগ রাস্তা ডুবে গেছে। ঝড় ও বৃষ্টির কারণে ফস‌লের ক্ষ‌তি হওয়ার আশঙ্কা কর‌ছেন সংশ্লিষ্টরা। প্রচুর ঘরবাড়ি বিধ্বস্ত।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট