চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বালিশকাণ্ডে গণপূর্তের শফিকুল ও সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০১৯ | ৩:৫৭ অপরাহ্ণ

পাবনা গণপূর্ত বিভাগের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও আহমেদ সাজ্জাদ খানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। রূপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্রে আবাসিক প্রকল্পে আসবাবপত্র কেনায় অস্বাভাবিক ব্যয় ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক কার্যালয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জিজ্ঞাসাবাদ শুরু করেন উপ পরিচালক মো. নাসির উদ্দীন।

আজ একই অভিযোগে পাবনা পূর্ত বিভাগের আরো তিন উপ সহকারী প্রকৌশলী, সিভিল প্রকৌশলী আমিনুল ইসলাম এবং রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার থেকে গণপূর্তের ২৯ কর্মকর্তাসহ ৩৩ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। রূপপুর পরমানু বিদ্যুৎ প্রকল্পে আসবাবপত্র কেনা ও তোলায় ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার অনিয়মের অভিযোগ তদন্তে এ জিজ্ঞাসাবাদ করা হয়।

এরই মধ্যে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ সাত জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট