চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার ছেলেধরায় নেমেছে রোহিঙ্গারা

পূর্বকোণ অনলাইন ডেস্ক

১০ মে, ২০১৯ | ১১:৫৭ অপরাহ্ণ

শরণার্থী জীবন যাপনের মধ্যেও সহিংসতা, দাঙ্গা- হাঙ্গামা, ইয়াবা ব্যবসাসহ নানা ধরণের অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গারা। এসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে ছেলেধরার অভিযোগ। আজ শুক্রবার (১০ মে) উত্তরবঙ্গের বেনাপোলে ছেলেধরা দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা দুই শিশুকে উদ্ধার করা হয়। ছেলেধরার অভিযোগে ফুল (৬৫) নামের একজনকে বেনাপোল মাছ বাজার ও অপরজনকে বেনাপোল চেকপোস্ট সাদীপুর রোড থেকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, বেনাপোল মাছ বাজারের পিছনে এক নারী কুমারকে (৫) মিষ্টি দিয়ে ভুলিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় তার বাড়ি কোথায়, জিজ্ঞেস করা হলে সে কিছুই না বলে চুপ থাকে। পরে স্থানীয় এক যুবক তাদের থাপ্পড় মারলে তখন সে নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দেয়। সে তার বাড়ি মিয়ানমার বলে জানায়। এ সময় সে নিজের নাম ফুলু বলে স্বীকার করে। অপরদিকে, আরেক রোহিঙ্গা নারী বেনাপোল চেকপোস্ট এলাকায় মুনছুর (৪) নামের এক শিশুকে পিছন থেকে টান দিলে স্থানীয়রা তাকে আটক করে। পরে স্থানীয় লোকজন ওই রোহিঙ্গা দুই নারীকে বেনাপোল চেকপোস্ট পোর্ট থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট