চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিএনজি স্টেশন ১২ দিন ২৪ ঘণ্টা খোলা

ট্রাক-কাভার্ডভ্যান চলবে না ঈদের ৩ দিন আগে থেকে

১০ মে, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ঈদের সাত দিন আগে ও পাঁচদিন পরে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ঈদযাত্রা নির্বিঘœ করতে সচিবালয়ে সড়ক বিভাগে সভা শেষে সচিব নজরুল ইসলাম একথা জানান। সচিব বলেন, ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে বলা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়কে। এমনিতে দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ঈদের পাঁচ দিন পর থেকে আবারও আগের নিয়মে দিনে চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। ২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। এরপর দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় অফিস বন্ধ থাকবে ৮ জুন পর্যন্ত। ৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। তার আগে দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি শুরুর আগে মে মাসের শেষ থেকেই মহাসড়কে শুরু হয়ে যাবে ঈদযাত্রার ভিড়। এ কারণে এবার ঈদের সাত দিন আগে থেকেই সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয় সভায়। পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। সচিব নজরুল ইসলাম বলেন, “মহাসড়কের অবস্থা ভালো আছে। ঈদে কোনো সমস্য হবে না।”-বিডিনিউজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট