চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৭০ পরিবারের বিদ্যুৎ পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক হ

১০ মে, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

নগরীর এ কে খান পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযানে ৭০ পরিবারের বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ দল। গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার শারমিন আকতার এবং কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, এ কে খান কোম্পানির পাহাড়ে অবৈধ স্থাপনা তৈরি করে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৭০ পরিবারের বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ইস্যু করা ৫টি মিটার জব্দ করা হয়েছে। পাহাড় ব্যবস্থাপনা সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তালিকাভুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সমন্বিত অভিযানে মেট্রোপলিটন পুলিশ ছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, পরিদর্শক নূর হাসান সজীব, ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র নাথ, পিডিবির উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান তালুকদার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কো. লি. এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলমগীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট