চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর না বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

১০ মে, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিড়ি শ্রমিক ও বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের পক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বিড়ি শিল্প শ্রমিকেরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ফেস্টুন বহন করে বিক্ষোভ করেন। সংগঠনের সভাপতি বাবুল দাশ বলেন, এ শিল্পের সাথে জড়িত অধিকাংশই গ্রামীণ বেকার, অশিক্ষিত, অতি দরিদ্র ও বিধবা মহিলা। প্রতি বছর বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে বিড়ির উপর অধিকারের করারোপ করে সিগারেটের উপর কমা হারে করারোপ করে বিড়ি শিল্পকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। বিড়ি শিল্প বন্ধ হলে এদেশের লাখো গ্রামীণ অসহায় গরীব মানুষের বাঁচার শেষ অবলম্বনটুকু আর থাকবে না। তাই বিড়ি শিল্পের সাথে জড়িত অসহায় মানুষের কথা বিবেচনা করে ২০১৯-২০২০ অর্থ বছরে আসন্ন বাজেটে বিড়ির উপর শুল্ক না বাড়াসহ বর্তমানে আরোপিত কর প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রমজান, জাফর, বেলাল উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট