চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাইকোর্টের ৯ অতিরিক্ত বিচারপতির শপথ সোমবার

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০১৯ | ৩:৫৪ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন‌্য আজ  ৯ জন অতিরিক্ত বিচারপতির নিয়োগ দেয়া হয়েছে। তাঁদের শপথ সোমবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২০ অক্টোবর) তাদের শপথের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান। এর আগে সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন−কাজী এবাদত হোসেন, কেএম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, একেএম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে তাদের বিচারিক দায়িত্বভার অর্পণ করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে দুই বছর অতিবাহিত হওয়ার পর কর্মদক্ষতা অনুযায়ী তাদের স্থায়ীভাবে নিয়োগ দেবে সরকার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট