চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ধোঁয়াশায় থেকে গেল যুবলীগ চেয়ারম্যানকে গণভবনে না ডাকার রহস্য

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৯ | ৭:২২ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কাউন্সিলের আগে সংগঠনের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর নির্দেশনা আনতে গণভবনে যাওয়ার কথা রবিবার। কিন্তু ওই বৈঠকে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী থাকছেন না, এমন গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি জানান, যুবলীগ নিয়ে গণভবনে বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যানকে কেন ডাকা হয়নি, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে, সেসব আলোচনা রবিবারই করা হবে।

যুবলীগ চেয়ারম্যানের গণভবনে যাওয়া নিষেধ, তাহলে কি কার্যত তিনি অপসারিত হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণভবনে এই মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। আওয়ামী লীগ সভাপতি যুবলীগকে গণভবনে ডেকেছেন।

সেখান থেকে যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন।

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট