চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

৯ মে, ২০১৯ | ৪:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

আসন্ন রোজার ঈদ উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগের ৭ দিন এবং ঈদের পরে ৫ দিন মোট ১২ দিন সিএনজি স্টেশনগুলো দিনরাত খোলা রাখার জন্য সচিবালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

এমনিতে সারাবছর দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ঈদের পাঁচ দিন পর থেকে আবারও আগের নিয়মে দিনে চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ঈদ সামনে রেখে সারাদেশে যোগাযোগ নির্বিঘ্ন করতে এবং ঘরমুখী মানুষের যাত্রার সুবিধার্থে বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব মো. নজরুল ইসলাম আরও বলেন, সিএনজি স্টেশন ঈদের আগে ৭ দিন এবং পরে ৫দিন ২৪ ঘন্টা খোলা রাখার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে এই ১২ দিন যাতে জ্বালানির সমস্যা না হয়। প্রতিবারই নাগরিকদের সুবিধার্থে এটি করা হয়ে থাকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট