চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আরো ৫০ হাজার রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৯ | ৬:১০ অপরাহ্ণ

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আরো ৫০ হাজারের বেশি জনের তালিকা দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ’র হাতে এ তালিকা হস্তান্তর করেন। এদিন মিয়ানমারের রাষ্ট্রদূতকে সেগুনবাগিচার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর লুইন উ’র হাতে ৫০ হাজার ৫০৬ জনের রোহিঙ্গাদের তালিকা হস্তান্তর করা হয়।  তালিকা গ্রহণ করে দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, এ তালিকা তারা যাচাই-বাচাই করবে। যদিও এর আগে বাংলাদেশ ৩ দফা তালিকা দিয়েছিল। প্রায় ৫৫ হাজার রোহিঙ্গার ওই তালিকা এখনো যাচাই-বাছাই করছে মিয়ানমার। দেশটির অনীহার কারণেই যাচাই-বাছাই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা এবারে মোট ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা দিয়েছি। এর আগে আমরা যে ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছি তার মধ্যে দুই দফায় ১২ হাজারের মতো রোহিঙ্গা যাচাই-বাছাই হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০০ রোহিঙ্গাকে তারা তাদের নাগরিক হিসেবে মেনে নিয়েছে। ৬৮ জনকে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে বলে আমাদের জানিয়েছে। প্রথম দফায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের আশ্রয় নেয়া ৮ হাজার রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ের কাছে হস্তান্তর করেন।

এরপর দ্বিতীয় দফায় আরো ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেয়া হয়। সর্বশেষ গত জুনে মিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার একটি তালিকা হস্তান্তর করে বাংলাদেশ।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট