চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

অপারেশন ডেভিল হান্ট: আট দিনে মোট ৪৭৯০ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২২ অপরাহ্ণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেপ্তার করা হয়েছে ৭৫১ জনকে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট ৪ হাজার ৭৯০ জন গ্রেপ্তার হয়েছেন।

 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে তাদের গ্রেপ্তারের সময় একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় কুড়াল উদ্ধার হয়েছে। 

 

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান। হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট