বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়।
বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন। পরে তিনি জানান, আন্দোলনে ৫২৪ জন নেতাকর্মীসহ মোট ৮৪৮ জন মারা গেছেন। বাকিরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয়।
অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে দলটির নেতাকর্মী, সমর্থক, বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও অন্যদের নির্বিচারে গুলি, নির্যাতন এবং ধারালো অস্ত্র দ্বারা হত্যা করা হয়। অভিযোগগুলো কমপ্লেইন রেজিস্টারভুক্ত এবং তদন্ত করে আসামিদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।