চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে দেবে ভারত, প্রত্যাশা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৩৭ অপরাহ্ণ

ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

তিনি বলেন, ‘জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি (তথ্যানুসন্ধান কমিটি) এসেছিল… তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা সঠিকভাবে বলেছেন যে, একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে…। যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন, যা কিছু হয়েছেদ; সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া; আজ সেটাই রিপোর্টে ফুটে এসেছে যে, এসব তার নির্দেশেই হয়েছে।’

 

‘এটা প্রমাণিত হয়ে গেছে যে, হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এদেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। আমরা আজ এখান থেকে তাই বলছি, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে…, তাকে এবং তার সহযোগী যারা ছিল, তাদের সবাইকে— এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।’

 

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি যে, সত্য যেসব ঘটনা ঘটেছে সেগুলো আজ উদঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি, তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। যাই হোক, আমি জাতিসংঘের পর্যবেক্ষণ যে টিম এসেছিল, তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

 

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের কার্যালয়ের অনুসন্ধানী দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক ও অন্যরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট