চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৫৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০১৯ | ১০:১৮ অপরাহ্ণ

সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন বাংলাদেশ পুলিশের ৫৮ জন কর্মকর্তা। এদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের রয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালার সিনিয়র স্কেল পদে তাদের পদোন্নতি দেয়া হয়। আজ রবিবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

চট্টগ্রাম অঞ্চলের তিন কর্মকর্তা হলেন- চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান (বিপি নম্বর ৮৬১৪১৬৬২৩৭), পাহাড়তলী ও হালিশহর থানা নিয়ে গঠিত পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার পংকজ বড়ুয়া (বিপি নম্বর ৮৯১৪১৬৬২১১) এবং রাঙামাটির বেতবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ (বিপি নম্বর ৮০০৮১২১৫৬২)।

 

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট