১৩ অক্টোবর, ২০১৯ | ৮:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে কথিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ রবিবার (১৩ অক্টোবর) রাত দেড়টার সময় উপজেলার চিওড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মো. লিটন (২৬), মোস্তফা প্রকাশ শবে বরাত (২২)।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের চিওড়া রাস্তার মাথায় মায়ের দোয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে আজ তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে আনুমানিক ৯ লাখ ৭৫ হাজার টাকার মূল্যের ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
পূর্বকোণ-রাশেদ
The Post Viewed By: 234 People