চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্যাংক খাতে পুকুর নয়, সাগর চুরি হচ্ছে : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০১৯ | ৭:৩৫ অপরাহ্ণ

রাজনীতির চেয়ে লাভজনক ব্যবসা বাংলাদেশে আর নেই। এখানে খালি হাতে এসে মালিক হওয়া যায় হাজার কোটি টাকার। আজ শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘ব্যাংক খাত নিয়ে উল্টাপাল্টা পদক্ষেপ বন্ধ করুন : ব্যাংক সংস্কার কমিশন গঠন করুন’ শীর্ষক বৈঠকে বিএনপি’র সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এ মন্তব্য করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, অগ্রণী ব্যাংকের সাবেক এমডি আবু নাসের বখতিয়ার, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।

বর্তমান সরকার ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি’ দাবি করে এমপি রুমিন ফারহানা বলেন, ‘ভালোভাবে চলছিল বেসিক ব্যাংক। সেটি ধ্বংস করা হয়েছে। এর পেছনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর কথা উঠে এসেছে বারবার। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার। কারণ বাচ্চু প্রধানমন্ত্রীর কাছের লোক।’

‘এক যুগ্ম সচিব অর্থ মন্ত্রণালয়ের রিপোর্টে বলেছেন, প্রধানমন্ত্রী ছাড়া তিনি (বাচ্চু) কাউকে পরোয়া করেন না। বিভিন্ন জায়গায় বলে থাকেন, প্রধানমন্ত্রীর কাছের লোক তিনি (বাচ্চু)। সেই আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’

রুমিন ফারহানা বলেন, ‘সংসদে দাঁড়িয়ে সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন, ব্যাংক খাতে পুকুর নয়, সাগর চুরি হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেয়া হচ্ছে। তারপরও ওই অর্থমন্ত্রী পদে কেন ছিলেন?’

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মইনুল ইসলাম।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট