১১ অক্টোবর, ২০১৯ | ৬:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাগমারা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দীনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন।
আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দীনা খাতুন উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের দেউলা গ্রামের এমদাদুল হক প্রকাশ টুনুর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে একটি যাত্রীবাহী বাস ভবানীগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার সময় নন্দনপুর (চিকাবাড়ি) নামক স্থানের ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে যাত্রী দীনা খাতুন বাইরে ছিটকে পড়েন। তখন বাসটি তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।দীনা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
পূর্বকোণ/টিএফ-
The Post Viewed By: 250 People