চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

চলতি বছর প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০১৯ | ২:৩৪ অপরাহ্ণ

বিশ্বব্যাংক বলেছে চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম। এ বছর বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৮.২ শতাংশ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন বলেন, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে মানসম্পন্ন চাকরির ব্যবস্থা করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, মোট জিডিপি প্রবৃদ্ধির মধ্যে কৃষিখাতে প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ, যা গত অর্থবছর সরকারি হিসেবে হয়েছিল ৩.৫ শতাংশ। এছাড়া শিল্পখাতে প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৯ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ১৩ শতাংশ। সেবাখাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৬.৫ পাঁচ শতাংশ।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন