চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিনা মূল্যে ৩০ হাজার টন সার দেবে রাশিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

২৯ আগস্ট, ২০২৪ | ১১:৫২ অপরাহ্ণ

বিনা মূল্যে বাংলাদেশকে ৩০ হাজার টন বা এক জাহাজ পটাশ সার দেবে রাশিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে কৃষি ও খাদ্যনিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। সারের পাশাপাশি বাংলাদেশকে এক জাহাজ গম বিনা মূল্যে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন উপদেষ্টা।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। জি টু জি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়। বাংলাদেশ ইতিমধ্যে ২ দশমিক ৬ মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যাসহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে গম ও সার সরবরাহ রপ্তানি অব্যাহত রাখার জন্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত আকারে রাশিয়াকে অবহিতকরণের অনুরোধ করেন এবং তা বিবেচনার আশ্বাস দেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট